গাজীপুরে বাসে পিকআপের ধাক্কায় হেলপারের মৃত্যু

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলগামী ট্রাকের পেছনে একই লেনের দ্রুতগামী বাসের ধাক্কায় হেলপারের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও এক নারী। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। নিহত বাসের হেলপার হাবিব টাঙ্গাইলের বারো পাখিয়া পাহাড়পুর গ্রামের শামছুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় টাঙ্গাইলগামী ট্রাকের পেছনে  বেপরোয়া গতির বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। এসময় বাসের ভেতর আটকা পড়েন ওই বাসের হেলপার হাবিব।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে হাবিব ও অজ্ঞাত এক নারীকে আহতাবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, ‘নিহত হাবিবের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ও হাসপাতালে ভর্তি আহত নারীর পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।