মেট্রোরেলের টিকেটে ভ্যাট, জুলাই থেকে বাড়বে ভাড়া প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪ চলতি বছরের জুলাই থেকে মেট্রোরেল কর্তৃপক্ষকে দেওয়া করছাড় প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জানা যায়, জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ করা হবে। ফলে ভ্যাটের কারণে বাড়বে মেট্রোরেলের ভাড়া। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ চিঠি দেওয়া হয়। এনবিআর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।যাত্রীদের কথা চিন্তা করে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে সম্প্রতি এনবিআরকে চিঠি দেয় ডিএমটিসিএল। কিন্তু এ আবেদন নাকচ করল এনবিআর। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুসারে সব ধরনের করছাড় কমাতে হবে। ফলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই মওকুফ সুবিধা আর অব্যাহত রাখতে আগ্রহী নয়। SHARES জাতীয় বিষয়: ভাড়ামেট্রোরেল