রনির ৭ উইকেটে ৪০ রানে অলআউট গাজী, মোহামেডান জিতল ৩৮ বলে প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪ রূপগঞ্জ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১১০ রানে অলআউট করে গতকাল ৯ ওভারেই ম্যাচ জিতেছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আজ শনিবার গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে জয় পেতে এর মোহামেডান স্পোর্টিং ক্লাবের লাগল স্রেফ ৬ ওভার ২ বল। গাজীকে মাত্র ৪০ রানে অলআউট করে মোহামেডান জয় তুলে নিল ৯ উইকেটের। মাত্র ১২ ওভারের মধ্যে গাজীকে ৪০ রানে অলআউট করার মূল কারিগর পেসার আবু হায়দার রনি। এদিন ৬ ওভার বল করে মাত্র ২০ রান খরচায় ৭ উইকেট তুলে নিয়েছেন এই পেসার। যার মধ্যে একটি ওভার মেডেন দিয়েছেন তিনি। ৬ ওভারে সমান রান দিয়ে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মোহামেডানের আর কাউকেই এদিন বোলিং করতে হয়নি। বিধ্বংসী বোলিং করে রেকর্ড বইয়েও ঢুকে গেছেন রনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭ উইকেট নেওয়া মাত্র তৃতীয় বাংলাদেশি বোলার তিনি। এর আগে, ২০১৭-১৮ মৌসুমে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন ইয়াসিন আরাফাত। আর ২০০৪ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ১৭ রানে ৭ উইকেট এই রেকর্ড গড়েন বিখ্যাত স্পিনার আব্দুর রাজ্জাক। ঢাকা প্রিমিয়ার লিগের এই ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে এদিন টস জিতে ব্যাটিংই নিয়েছিল গাজী টায়ার্স। দুই প্রান্ত থেকে রনি ও নাসুমের আক্রমণে বেসামাল হয়ে ওঠেন গাজী টায়ার্সের ব্যাটাররা। প্রতিপক্ষের ৪ ব্যাটারই ফেরেন শূন্য রানে। দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন কেবল ইফতেখার সাজ্জাদ (১৬*)। জবাব দিতে নেমে রনি তালুকদারের উইকেট হারায় মোহামেডান। তবে ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অংকন আর কোনো বিপদ ঘটতে দেননি। ২৬২ বল হাতে রেখেই জেতে মোহামেডান। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এত বেশি বল হাতে রেখে জয়ের সবচেয়ে বড় রেকর্ড এটিই। SHARES ক্রিকেট বিষয়: মোহামেডানরনি