দিনমজুরদের ঈদযাত্রায় ট্রাকই ভরসা

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

ঈদ যাত্রার চতুর্থ দিনের রাত ১২টা। শেকড়ের টানে গ্রামে যেতে ব্যাগ কাঁধে করে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ডে ট্রাকের অপেক্ষা করছেন দিনমজুর মোহাম্মদ সবুজ মিয়া।ট্রাকে গ্রামে গেলে ভাড়া বাঁচবে প্রায় অর্ধেক। তাই ঝুঁকি নিয়ে এভাবেই বাড়ি ফিরবেন তিনি।

রোববার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড গিয়ে দেখা যায় সবুজ মিয়া ও তার মতো আরও অনেকের বাড়ি ফেরার দৃশ্য। সবুজের সঙ্গে ছিল তার বাবা-মা-ছোট বোন। ট্রাকে চড়ে সিরাজগঞ্জ যেতে তাদের ভাড়া দিতে হয়েছে দেড় হাজার। বাসে নিজ গন্তব্যে যেতে হলে তাদের গুণতে হতো অন্তত সাতে তিন হাজার টাকা।

একই ট্রাকে সবুজের সঙ্গে ছিল আরও অন্তত ১২ জন। তারাও অর্ধেক ভাড়া নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন। কথা হলে সবুজ বাংলানিউজকে বলেন, আমার বাবা পোশাক শ্রমিক ও আমি দিনমজুরের কাজ করি। মা ও ছোট বোন বাসায় থাকেন। পাঁচ জনের সংসারে আমাদের যা আয় হয় তা দিয়ে কোনোমতে সংসার চলে। প্রায় তিন মাস ধরে আমরা ঈদ উদযাপনের জন্য টাকা জমিয়েছি। তা যদি বাসের ভাড়া দিতেই যায় তাহলে ঈদ করবো কি দিয়ে, এজন্য আমরা ট্রাকে উঠেছি। আমাদের মতো দিন মজুরের ট্রাকই ভরসা।

সবুজ আরও বলেন, আমরা প্রথমে বাসে যাওয়ার জন্য চেষ্টা করেছি। সব বাসের লোকজন ৩৫০ টাকার ভাড়া ১ হাজার চাচ্ছেন। কোনোভাবেই ৫০০ টাকা দিয়েও বাস চালককে রাজি করাতে পারলাম না। তাই বাধ্য হয়ে ট্রাকের জন্য অপেক্ষা করছি। আমাদের যা বাজেট ছিল তাই দিয়েই ট্রাকে তরে সিরাজগঞ্জ যেতে পারবো।