সিসিটিভির ফুটেজ দেখে প্রার্থী অপহরণে ‘শনাক্ত’ ১৩ জন প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪ নাটোর জেলা নির্বাচন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধরে জড়িত ১৩ সন্দেহভাজনকে শনাক্ত করেছেন স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতা-কর্মীরা। সিসিটিভির (ক্যামেরা) ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশির ভাগই স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মী। তাঁদের মধ্যে দেলোয়ার হোসেনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফুল হাবীবের ব্যক্তিগত সহকারী ও তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক এবং গাড়িচালকও রয়েছেন। লুৎফুল হাবীব সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে পুলিশ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ভিডিও ফুটেজ পুলিশের হাতে আছে। তাঁরা ফুটেজ দেখে অভিযোগের সত্যতা যাচাই করছেন। নিশ্চিত হলেই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা করবেন। তদন্তের স্বার্থে আর কোনো তথ্য জানাতে চাননি পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছেন দেলোয়ার হোসেনের ভাই মুজিবুর রহমান। মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে দেলোয়ার হোসেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গতকাল দুপুরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আরেক ভাই এমদাদুল হক। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, তাঁর ভাইয়ের (দেলোয়ার হোসেন) জ্ঞান ফিরলেও কারও সঙ্গে কথাবার্তা বলতে পারছেন না।গত সোমবার বিকেল চারটার কিছু পরে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ভেতর থেকে দেলোয়ার হোসেনকে মারধর করতে করতে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। SHARES জাতীয় বিষয়: সিংড়াসিসিটিভি