শেষ সময়ের সিদ্ধান্তে অস্বস্তি বিএনপিতে প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪ শেষ মুহূর্তে বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের নেতৃত্বের শেষ সময়ের সিদ্ধান্তের কারণে বিএনপির প্রায় অর্ধশত নেতা উপজেলা পরিষদের নির্বাচনে রয়েছেন। এখন তাঁদের নির্বাচন থেকে ফেরানো নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছেন নীতিনির্ধারকেরা। কারণ, প্রথম ধাপের নির্বাচনে প্রার্থীদের ফেরানো না গেলে পরের ধাপগুলোতে প্রার্থীর সংখ্যা আরও বাড়বে, তাতে দলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলা পরিষদে ভোট হবে। গত সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকেল চারটা ছিল শেষ সময়।এদিকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি সোমবার রাতে সিদ্ধান্ত নেয়, তারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না। রাত ১০টায় স্থায়ী কমিটির সভা শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। এরপর গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এক বিবৃতিতে স্থায়ী কমিটি জানায়, সভায় নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে, এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে দলের যে সিদ্ধান্ত, সেটা পরিবর্তনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। বিএনপি বলেছে, ‘এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। শেষ দিনে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। SHARES জাতীয় বিষয়: উপজেলাবিএনপি