ছাদ থেকে লাফিয়ে নারীর আত্মহত্যার অভিযোগ

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

রাজধানীর পুরানা পল্টনে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে মঞ্জুরি আফরোজ ( ৫৫) নামের এক নারী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পুরানা পল্টনের ৫৯/৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। মঞ্জুরি আফরোজ ওই এলাকার স্থায়ী বাসিন্দা সেলিম উল্লাহর মেয়ে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পল্টন থানার উপপরিদর্শক এসআই মো. সুফিয়ান বলেন, ওই নারীর মানসিক সমস্যা ছিল। সকালে বাড়ির সবার অগোচরে ছয়তলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ২০০৭ সালে ওই নারীর স্বামী আক্তার হামিদ খান মারা যান। তার পর থেকে মেয়েকে নিয়ে তিনি বাবার বাড়িতেই থাকতেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।