টঙ্গীতে পুড়ল নিত্যপণ্যের ১২ গুদাম

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪

আগুনে কেউ হতাহত না হলেও পণ্য পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের ভাষ্য।টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের টঙ্গীতে অন্তত ১২টি গুদাম আগুনে পুড়ে গেছে, যেখানে চাল, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুদ রেখে পাইকারিতে বিক্রি করা হত।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে ওই গুদামগুলোতে আগুন লাগে। টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার জানান।