আজ বিশ্ব ধরিত্রী দিবস প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪ বিশ্ব ধরিত্রী দিবস আজ। পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সাল থেকে প্রতিবছর ২২ এপ্রিল এই দিবসটি পালিত হয়ে আসছে। পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে বিশ্বকে টিকিয়ে রাখাই দিবসটির একমাত্র লক্ষ্য। এবার বিশ্ব ধরিত্রী দিবস প্রতিপাদ্য ‘পৃথিবী বনাম প্লাস্টিক’। অর্থাৎ যেকোনো একটিকে বেছে নিতে হবে আমাদের। বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ অনুসারে, দেশে প্রতি বছর ৯ লাখ ৭৭ হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। আর এসব বর্জ্যের ৭০ শতাংশই ফেলা হয় রাস্তার ধারে, নদীর তীরে, উন্মুক্ত ভাগাড়ে কিংবা যত্রতত্র। কোথাও কোথাও আবার উন্মুক্ত স্থানে রেখে পুড়িয়ে ফেলা হয়। ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গার আদি চ্যানেল যেন ডুবে আছে প্লাস্টিক বর্জ্যে। দিবসটি উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পলিথিন ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মূকাভিনয় ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: পলিথিনস্বাধীনতা