নেটওয়ার্ক নেই, তাই প্রিন্ট হচ্ছে না মার্কশিট! প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪ মার্কশিট প্রিন্টের দায়িত্বে থাকা পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের শাখা কর্মকর্তা আরিফুর রহমান বলেন, তিন দিন ধরেই নেটের সমস্যা দেখা দিচ্ছে। প্রতিদিন দুই-তিন ঘণ্টার বেশি নেট থাকছে না। গতকাল (সোমবার) একদমই ছিল না। আজ (মঙ্গলবার) আবার সারা দিন বিদ্যুৎ যাচ্ছে আর আসছে। এর মধ্যে যখনই নেট পাচ্ছি, তখনই মার্কশিট প্রিন্ট দেওয়ার চেষ্টা করছি। জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বলেন, গত তিন দিন ধরে নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। এ সমস্যাটা শুধু আমাদের এখানেই না, সারা দেশেই হচ্ছে। আর আজ (মঙ্গলবার) ১০ মিনিট পরপরই বিদ্যুৎ যাচ্ছে। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। কয়েকদিন পরই এ সমস্যা কেটে যাবে। এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, সিঙ্গাপুরে সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার পর সারা দেশেই নেটওয়ার্কের এই সমস্যা দেখা দিচ্ছে। এটি মেরামত না হওয়া পর্যন্ত ইন্টারনেটে এমন ধীরগতি থাকবে। SHARES জাতীয় বিষয়: নিয়ন্ত্রকনেটওয়ার্কসমস্যা