মাঠে নামছে চেন্নাই, একাদশে থাকবেন মুস্তাফিজ? প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে আজ সানরাইজার্স হায়দরাবাদকে ঘরের মাঠে আতিথ্য দেবে চেন্নাই সুপার কিংস। সর্বশেষ দুই ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে আছে মুস্তাফিজুর রহমানরা। তার মধ্যে একটি ম্যাচ ছিল আবার ঘরের মাঠ চিপকে, দুই ম্যাচেই তারা লখনৌ সুপার জায়ান্টসের কাছে হেরেছে। সে কারণে প্লে-অফ স্বপ্ন টিকিয়ে রাখার পাশাপাশি হারানো আত্মবিশ্বাস ফেরাতে চেন্নাইয়ের সামনে আজ জয়ের বিকল্প নেই। অন্যদিকে, চলমান রানবন্যার আইপিএলে বেশ দাপট দেখাচ্ছে হায়দরাবাদ। প্যাট কামিন্সের দলটি এরই মাঝে তিনবার ২৫০–এর বেশি রান করেছে। তার মধ্যে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে দুবারই। যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও। ৮ ম্যাচে ৫ জয় নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তিন নম্বরে। অন্যদিকে, ৮ ম্যাচে ৪ জয় নিয়ে ছয় নম্বরে নেমে গেছে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই। তবে দুই দলের মুখোমুখি ম্যাচের পরিসংখ্যান কথা বলছে চেন্নাইয়ের পক্ষে। এখন পর্যন্ত সবমিলিয়ে চেন্নাই-হায়দরাবাদ মোট ২০ বার মুখোমুখি হয়েছে। যেখানে ১৪ বারই শেষ হাসি হেসেছে হলুদ জার্সিধারীরা। এমনকি চিপকের এম চিদাম্বারাম স্টেডিয়ামে এখন পর্যন্ত অজেয় মহেন্দ্র সিং ধোনিরা। যেখানে হায়দরাবাদের চেন্নাইকে হারানোর কোনো নজির নেই। তবুও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্বাগতিকদের সতর্ক থাকতেই হচ্ছে! SHARES ক্রিকেট বিষয়: চেন্নাইহায়দরাবাদ