খুলনায় সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৪

খুলনার ফুলবাড়ি গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন মারা গেছেন।

সোমবার রাত পৌনে ১২টার দিকে কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে।

৪০ বছর বয়সী আরিফ যোগীপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তার বাড়ি কুয়েট গেট এলাকায়, বাবার নাম আমির হোসেন।

খুলনা মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন বলেন, সাবেক ইউপি সদস্য আরিফ রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় তিন জনের সন্ত্রাসী দল মোটরসাইকেলে এসে তাকে এলোপাতাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়।

এতে তার বাম কানের পাশে, বুকের বাম পাশে ও বাম বগলের নিচে গুলি লাগে। স্থানীয়রা আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।”