দেশে দুর্নীতির পরিমাণ কমেছে, দাবি তাজুল ইসলামের

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪

দেশে দুর্নীতির পরিমাণ আগের চেয়ে যথেষ্ট কমেছে বলে দাবি করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আওতাধীন দপ্তর ও সংস্থার ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। দুর্নীতির খোঁজ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্নীতিকে বরদাস্ত না করার অঙ্গীকার করে মন্ত্রী বলেন, দুর্নীতি উন্নয়ন বাধাগ্রস্ত করে। চাকরি অবস্থায়ও অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া হয়।

সাদেক অ্যাগ্রোর বিরুদ্ধে এতোদিন পরে অভিযান কেন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যখন যেটা নজরে আসে তখন সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়।

জলাবদ্ধতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকায় আগের চেয়ে জলাবদ্ধতা অনেক কমেছে। তবে বিচ্ছিন্নভাবে এখনও কিছু স্থানে জলাবদ্ধতা হয় বলেও স্বীকার করেন মন্ত্রী।