ওয়ানডে নয়, টি-২০ বিশ্বকাপেই আগ্রহ বাড়ছে ক্রিকেটারদের! প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪ ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ এক ধাক্কায় বদলে দিয়েছিল পুরো ক্রিকেট বিশ্বকে। ভারতের সেই বিশ্বকাপ জয়ের পর পেরিয়ে গেছে ১৭ বছর। এই সময়ে বিশ্ব ক্রিকেটে দাপট বেড়েছে টি-২০ ফরম্যাটের। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই ফরম্যাটকে আরও এগিয়ে নিতে তাই ১৭ বছরের মাঝেই আইসিসি আয়োজন করে ৯টি বিশ্বকাপ! যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চলমান টি-২০ বিশ্বকাপের সময় বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের এক জরিপে জানা গেছে, ওয়ানডে কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপ নয়, টি-২০ বিশ্বকাপেই বাড়ছে ক্রিকেটারদের আগ্রহ। গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বহু ক্রিকেটারের উপরে নানা ধরনের জরিপ চালিয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। এই বছর ১৩টি ভিন্ন দেশের ৩৩০ ক্রিকেটারদের মাঝে চালানো হয়েছে জরিপ। এই জরিপে অংশ নেয়নি ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটাররা। তবে আছেন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো দেশের তরুণ ও বয়স্ক ক্রিকেটাররা। জরিপের অন্যতম মূল বিষয়বস্তু ছিল, ওয়ানডে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ না টি-২০ বিশ্বকাপ; কোন আইসিসি টুর্নামেন্টকে বেশি পছন্দ করেন ক্রিকেটাররা। ২০১৯ সালে করা জরিপের ফলাফল ছিল এমন, ওয়ানডে বিশ্বকাপকে এগিয়ে রেখেছিলেন ৮৫ শতাংশ ক্রিকেটার, ১৫ শতাংশ ক্রিকেটারের আগ্রহ বেশি ছিল টি-২০তে। সেবার অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসেব ছিল না। এবারের জরিপে অনেকটাই বদলে গেছে দৃশ্যপট। ১৫ শতাংশ ক্রিকেটারের পছন্দ টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপের সংখ্যাটা নেমে এসেছে মাত্র ৫০ শতাংশে, টি-২০ বিশ্বকাপ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ শতাংশে! ২৬ বছরের নিচের ক্রিকেটারদের মাঝে এই সংখ্যাটা আরও বাড়তি। ২০১৯ সালে ৮৬ শতাংশ তরুণ ক্রিকেটারের পছন্দ ছিল ওয়ানডে বিশ্বকাপ, ১৪ শতাংশ বেছে নিয়েছিল টি-২০ বিশ্বকাপকে। এবার সেটা দাঁড়িয়েছে অনেকটা এমন, টেস্ট চ্যাম্পিয়নশিপ পছন্দ ১০ শতাংশের। ওয়ানডে বিশ্বকাপ পছন্দ ৪৯ শতাংশের, টি-২০ বিশ্বকাপের ক্ষেত্রে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪১ শতাংশ! SHARES ক্রিকেট বিষয়: ক্রিকেটটি-২০