গাজীপুরে সেই মতিউরের ৬০ বিঘার পিকনিক স্পট প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৪ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সাল ও মতিউর রহমানের বিপুল সম্পদের বিষয়টি সম্প্রতি আলোড়ন তুলেছে। গাজীপুরের পূবাইলে মতিউর ও তাঁর স্ত্রী ৬০ বিঘা জমিতে গড়ে তুলেছেন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। তাঁদের বিরুদ্ধে রয়েছে জমি জবর দখলের অভিযোগও। আপন ভূবন নামের এই পিকনিক অ্যান্ড শুটিং স্পটটি গাজীপুরের পূবাইলের খিলগাঁও এলাকায়। ভূমি অফিসের তথ্যে, জমির একটি অংশ রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, তাঁর স্ত্রী নরসিংদীর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, তাঁদের ছেলে তৌফিকুর রহমান অর্ণব ও মেয়ে ফারজানা ঈপ্সিতার নামে। স্থানীয়রা জানান, কিছু জমি ভাড়া নেওয়া হলেও অনেকের জমি জবর দখল করেছেন মতিউর। এক স্থানীয় জানালেন, জোরপূর্বক তাঁর কাছ থেকে ২৬ শতাংশ জমি মতিউর দখল করে নেন। এক পর্যায়ে গিয়ে দেখা যায়, তিনি সেই জমি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন। দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠার পর পিকনিক স্পটটির আগের সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে নতুনদের। তবে নতুনদের মধ্যে অনেকেই জানেন না এর মালিকানা সম্পর্কে। পিকনিক স্পটে কর্মরত এক কর্মী জানান, তিনি সেখানে কাজ করছেন দেড় মাস। এ সময়ের মধ্যে তিনি স্পটের মালিক বা তাঁর স্ত্রী কাউকেই সেখানে আসতে দেখেননি। মতিউরের দুর্নীতি নিয়ে কথা বলতে অপারগতাও প্রকাশ করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। আরেক রাজস্ব কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালের দুটি বাড়ি ও জমি রয়েছে খুলনায়। পৈত্রিক সম্পত্তির বাইরে আর কোনো সম্পদ আছে কিনা, তা তদন্তের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। SHARES জাতীয় বিষয়: কর্মকর্তামতিউররাজস্ব