প্রধানমন্ত্রীর সংবর্ধনা, ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ ভারতীয় ক্রিকেটারদের

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৪

ফাইনাল শেষে মাঠে উদযাপন তো হয়েছেই, রাতভর পার্টি হয়েছে টিম হোটেলে। হারিকেন বেরিলের কারণে এরপর পিছিয়ে গেছে তাদের দেশে ফেরা। হোটেলে উদযাপন হয়েছে আরও কয়েক দফায়। এরপরও যেন রোমাঞ্চের শেষ নেই ভারতীয় ক্রিকেটারদের। দেশে ফেরার বিমানেও ট্রফি নিয়ে তাদের কত ছেলেমানুষি আনন্দ!

সামাজিক মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে ট্রফি নিয়ে খ্যাপাটে পোজ দিচ্ছেন রোহিত শার্মা, ট্রফিতে পরম আবেগে চুম্বন এঁকে দিচ্ছেন ভিরাট কোহলি, ট্রফি নিয়ে বিমানের ভেতরই নাচছেন রিশাভ পান্ত, সিটের পাশে সযত্নে ট্রফিটি রেখে দিচ্ছেন আকসার প্যাটেল, মোহাম্মদ সিরাজরা, শিশু সন্তানকে কোলে নিয়ে ট্রফি দেখাচ্ছেন জাসপ্রিত বুমরাহ, আরও কতজন যে কত কী করছেন! সবই বলে দিচ্ছে, কতটা কাঙ্ক্ষিত ছিল এই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।

হারিকেনের কারণে বাড়তি তিনদিন হোটেলে আটকে থাকার পর অবশেষে ভারতীয় বোর্ডের ব্যবস্থা করা বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছে ভারতীয় দল। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দিল্লিতে পৌঁছায় তাদের চার্টার্ড ফ্লাইট, যেখানে ক্রিকেটার, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টের সদস্যদের পাশাপাশি ছিলেন তাদের পরিবারের সদস্যরা ও টুর্নামেন্ট কাভার করতে যাওয়া ২২ জন সংবাদকর্মী।

বিমানবন্দরেই এক দফা আয়োজন করে বরণ করে নেওয়া হয় বিজয়ী ক্রিকেটারদের। ফুলেল শুভেচ্ছার পাশাপশি কেক কাটেন অধিনায়ক রোহিত শার্মা। বাইরে বেরিয়ে তারা দেখতে পান, এই সকালেও শতশত ক্রিকেটপ্রেমী তাদেরকে স্বাগত জানানোর অপেক্ষায়। বিপুল হর্ষধ্বনি, চিৎকার, স্লোগানে তারা দলের প্রতি ভালোবাসা জানিয়ে দেন। তাদের দিকে ট্রফি উঁচিয়ে ধরে উল্লাসে জোয়ার এনে দেন রোহিত।

বিমানবন্দর থেকে দলকে নিয়ে যাওয়া হয় একটি হোটেলে, সংবর্ধনার বড় আয়োজন যেখানে। সেখানেও কেক কাটাসহ ছিল নানা আনুষ্ঠানিকতা। যথারীতি রাস্তা দুপাশে ছিল ক্রিকেটপ্রেমীদের ভিড়। বাস থেকে নামার পর বাদ্য-বাজনা, নাচে-গানে বরণ করে নেওয়া হয় দলকে। বাস থকে নেমে শিল্পীদের সঙ্গে নাচে মেতে ওঠেন রোহিতও।

হোটেলে আনুষ্ঠানিকতা শেষে গোটা দল যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি সেখানে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছেন বিশ্বকাপজয়ী দলের জন্য।