বর্ষায় দুর্ভোগ কুমিল্লা বিসিক সড়কে

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪

হঠাৎ দেখে মনে হবে হয়তো কোনো পুকুরের অংশ। পানিতে ঢাকা পড়ে যাওয়ায় সড়কটির কোনো অংশ দেখা যায় না। অবস্থা এতোটাই নাজুক যে, অনেক সময় গাড়ি ভাঙা সড়কে উল্টে যায়।

এ চিত্র কুমিল্লা বিসিক শিল্প নগরীর এলাকার। যেকোনো ঋতুতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়; অস্তিত্ব হারায় বিসিক এলাকার প্রবেশপথের মূল সড়কটি। আর বর্ষাকালে তো দুর্ভোগের সীমা নেই।

শিল্পের প্রসার ও বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে ১৯৬০ সালের শেষের দিকে কুমিল্লা নগরীর আশোকতলা এলাকায় ৫৪ দশমিক ৩৫ একর ভূমিতে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) শিল্প নগরী।

প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সমস্যার ভেতর দিয়ে চলছে এই শিল্পনগরীর কার্যক্রম। ৬৪ বছরে এসেও যেন সমস্যার শেষ নেই।

বর্তমানে এই শিল্পনগরীটির বেশিরভাগ রাস্তাঘাট ও পয়ঃনিষ্কাশনের নালা একেবারেই নাজুক অবস্থায় পৌঁছেছে। যার কারণে সামান্য বৃষ্টিতেই এখানকার সড়কগুলো পানিতে তলিয়ে যায়। শিল্প প্রতিষ্ঠানগুলোতেও ঢুকে পড়ে পানি।

সবশেষ গত কয়েকদিনের বৃষ্টিতে শিল্পনগরীর অধিকাংশ সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা।

শুধু বর্ষাকাল নয়, অন্য যেকোনো সময় সামান্য বৃষ্টি হলে বিসিকের সড়কগুলোতে পানি জমে থাকতে দেখা যায়। দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতির কারণে ভয়াবহ দুর্ভোগ পোহাচ্ছেন এখানকার কারখানার মালিক, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা।

এদিকে বছরের পর বছর ধরে পুরো বিসিক শিল্পনগরী এলাকার বেশিরভাগ সড়ক ভাঙাচোরা অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরপুর সড়কগুলোর অবস্থা এমন যে, গাড়ি দূরের কথা; হেঁটে চলাচল করতেও বেশ কষ্ট হয় মানুষের।

দীর্ঘদিনেও এসব সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এখানকার কারখানার মালিক ও শিল্প উদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা। দ্রুত সড়ক ও ড্রেনেজ সমস্যার সমাধানসহ অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।

অবকাঠামোর উন্নয়নসহ অন্যান্য সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা বিসিক শিল্প নগরীর কর্মকর্তা বদিউল আলম (সম্প্রসারণ কর্মকর্তা)।