এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা মানছে না বেশিরভাগ যানবাহন

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৪

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার মানছে না অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, ফাঁকা সড়কে গতি মাত্র ৬০ কিলোমিটার বেঁধে দিয়ে সরকার সবাইকে আইনভঙ্গকারী বানাচ্ছে। অবশ্য গতিসীমা বাড়ানোর কথা বলেছেন সড়ক সচিব।

বিশৃঙ্খলা না কমিয়ে গতির লাগাম টেনে কখনো দুর্ঘটনা কমানো সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, গতি কমিয়ে সড়ক ব্যবহারের সুফল কমানো হচ্ছে।

বুয়েটের বিশেষজ্ঞ ও অধ্যাপক ড. এম শামসুল হক বলেন, ‘গতি কমিয়ে কখনও উন্নয়ন হয় না। অর্থনীতির উপযোগিতা অনেকটা নষ্ট হয়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুইটা দুর্ঘটনা ঘটেছে কারণ জানলাম না, দিয়ে দিলাম ৬০ কিলোমিটার প্রতিঘণ্টার গতিসীমা। দ্যার্থহীনভাবে বলতে চাই, কোন গাড়িই গতিসীমা মেনে চলে না। প্রতিটি চালককে আমরা গতিসীমা না মানার অভিযোগে অপরাধী বানাচ্ছি।’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্দেশ অমান্যে শিগগিরই মামলা করা শুরু হবে।

সচিব বলেন, ‘যারা সচেতন, তারা গতি মেনে চলছে। যারা অসচেতন, তারা কেউ গতিসীমা মানছে না। তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’

প্রয়োজনে গতিসীমা কিছুটা বাড়ানো হতে পারে বলেও জানান সড়ক সচিব।