স্ত্রী-সন্তানসহ ৪ জনের মৃত্যু ঘটনায় হত্যা ও অপমৃত্যু মামলা

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হত্যা ও অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল রোববার রাতে নবীনগর থানায় এসব মামলা হয়। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ

সোহাগ মিয়ার বাবার আমির হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন। অন্যদিকে তাঁর শ্বশুর আবু হানিফ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, স্ত্রী ও ২ সন্তানকে হত্যা করে সোহাগ আত্মহত্যা করেছেন।

এর আগে শনিবার রাতে নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ায় নিজ বাড়িতে স্বপরিবারে মারা যান সোহাগ মিয়া নামের এক কাপড় ব্যবসায়ী। পরদিন রোববার সকালে পুলিশ ৪ জনের মরদেহ উদ্ধার করে।

মৃতরা হলেন, উপজেলার বিজয়পাড়ার ব্যবসায়ী সোহাগ মিয়া (৩২), তাঁর স্ত্রী জান্নাত বেগম (২২), বড় মেয়ে ফাহিমা (৪) ও ছোট মেয়ে তাহমিদা (২)। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। এসময় সোহাগ মিয়াসহ ৪ জনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’