১১ বছর পর এশিয়া কাপ হবে বাংলাদেশে প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৪ এশিয়া কাপের সর্বশেষ আসর যৌথভাবে আয়োজিত হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ওয়ানডে ফরম্যাটে হওয়া সেই এশিয়া কাপের পর পরবর্তী আয়োজকদের নাম জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে এবার প্রকাশিত হলো ২০২৭ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ব্যস্ত ক্রিকেটীয় সূচি। ২০২৫ সালে এশিয়া কাপের আয়োজক ভারত। ওই টুর্নামেন্টটা টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। এদিকে ২০২৭ এশিয়া কাপের আয়োজক হয়েছে বাংলাদেশ। সেই টুর্নামেন্ট হবে ওয়ানডে ফরম্যাটে। তিন বছর পরের সেই এশিয়া কাপ দিয়েই দীর্ঘ ১১ বছর পর এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে আয়োজন করেছিল বাংলাদেশ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল তাঁদের এশিয়া কাপের স্পন্সরশিপ রাইটসের জন্য দরপত্র আহবান করেছে। যেখানে ২০২৭ এশিয়া কাপ আয়োজিত হবে ছয় দল নিয়ে। বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। ভারত,পাকিস্তান,শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গী হিসেবে ষষ্ঠ দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। ওয়ানডে ফরম্যাটের এই এশিয়া কাপে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ২০২৫ ও ২০২৭ এশিয়া কাপের জন্য সূচি এখনো নির্ধারণ করা হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে শুধু এই দুই এশিয়া কাপের দরপত্রই আহবান করা হয়নি, ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত পুরুষ ও নারী ক্রিকেট মিলে মোট পাঁচ ধরনের টুর্নামেন্টের জন্য দরপত্র ছাড়া হয়েছে। যেখানে ২০২৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের নারী এশিয়া কাপ রয়েছে। এছাড়াও ছেলেদের চারটি অনুর্ধ্ব-১৯ টুর্নামেন্ট ( ওয়ানডে), ইমার্জিং এশিয়া কাপ চারটি ( ২টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি), নারীদের দুইটি ইমার্জিং এশিয়া কাপ আয়োজিত হবে। এই টুর্নামেন্টগুলোর স্বাগতিক অবশ্য নির্ধারিত হয়নি। SHARES ক্রিকেট বিষয়: এশিয়ানক্রিকেট