শীর্ষ মাদক কারবারি বাঙ্গাল সুমনসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

পুলিশের শীর্ষ মাদক কারবারি তালিকাভুক্ত ও ১৬ মামলার এজাহারনামীয় আসামি মো. সুমন মির্জা ওরফে বাঙ্গাল সুমনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজধানীর মতিঝিল থানা পুলিশ। গ্রেফতার অন্যরা  হলো- মো.  আজাদ মিয়া (৩৩) ও মো. রবিন মিয়া (২৮)।

রবিবার (২৯ ডিসেম্বর) এসব তথ্য জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। গ্রেফতার মো. সুমন মির্জা ওরফে বাঙ্গাল সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, চুরি ও মাদকের ১৬টি মামলা রয়েছে।