২০২৪ এ দেশবরেণ্য যেসব আলেম ইন্তেকাল করেছেন প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪ নতুন বছরের আগমনে যেমন আনন্দ ও উদ্দীপনার জোয়ার বয়ে যায়, তেমনি বিদায়ী বছরের স্মৃতি আমাদের মনে কেমন যেন এক ধরনের শূন্যতার অনুভূতি জাগায়। প্রতিটি বছরই তার নিজস্ব গল্প বয়ে আনে; সুখ-দুঃখ, হাসি-কান্না, উৎসব আর শোকের মিশেলে ভরা থাকে সময়ের এই স্রোত। ২০২৪ সালও এর ব্যতিক্রম নয়। এ বছরটি নানা ঘটনায় সমৃদ্ধ ছিল, যা আমাদের জীবনে রেখেছে গভীর প্রভাব। তবে এর মাঝে শোকের ছায়া নেমে এসেছে দেশের বরেণ্য কয়েকজন আলেমদের বিদায়ের মধ্য দিয়ে। আর তাদের মধ্যে সুপরিচিত কয়েকজন হলেন— (১) মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী: ১৯ জানুয়ারি ২০২৪ ইন্তেকাল করেন প্রবীণ আলেম, বিশিষ্ট লেখক ও অনুবাদক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল আজহারি (রহ.)। তিনি ২৯ মে ১৯৪২ সালে সিলেটের টুকেরবাজার এলাকায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি গণভবন ও সচিবালয় মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের লেখক, গবেষক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। (২) মাওলানা সৈয়দ আব্দুন নূর: ২৪ মার্চ ২০২৪ ইন্তেকাল করেন সুনামগঞ্জের প্রবীণ আলেম ও ইসলামী রাজনীতিক সৈয়দ আব্দুন নূর (রহ.)। তিনি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও সৈয়দপুর আলীয়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ। তিনি ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। (৩) মাওলানা শামছুল হক: ২৮ মে ইন্তেকাল করেন প্রবীণ মুহাদ্দিস ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের মহাসচিব মাওলানা শামছুল হক (রহ.)। তিনি আল হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। (৪) মাওলানা মোহেব্বুল্লাহ: ১৭ জুলাই ইন্তেকাল করেন ছারছীনার পির মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ। তিনি ছিলেন বাংলাদেশের জমিয়তে হিযবুল্লার আমির, বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম মসজিদ কমপ্লেক্সের মুতাওয়াল্লি। এ ছাড়া তিনি দেশে প্রায় ২ হাজার দ্বিনিয়া মাদরাসা প্রতিষ্ঠায় অবদান রাখেন। (৫) মাওলানা মুহাম্মদ তৈয়্যব: ২৭ আগস্ট ইন্তেকাল করেন জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের প্রবীণ মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ তৈয়্যব (রহ.)। তিনি ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি তিন দশক আরজাবাদ মাদরাসায় শিক্ষকতা করেন। পারিবারিকভাবে আল্লামা শামছুদ্দীন কাসেমী (রহ.)-এর বড় জামাতা ছিলেন। (৬) মাওলানা আবদুল খালিক: ২ সেপ্টেম্বর ইন্তেকাল করেন সিলেটের গোয়াইনঘাটে দারুস সালাম ও দারুল হাদিস লাফনাউট মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালিক (রহ.)। তিনি শায়খে চাক্তা নামে পরিচিত ছিলেন। তিনি ফিদায়ে মিল্লত সাইয়েদ আসআদ মাদানি (রহ.)-এর খলিফা ছিলেন। (৭) মুফতী আব্দুল গনী আল গাজী: ১৫ নভেম্বর ইন্তেকাল করেন ঢাকার ইসলামবাগ মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও আল্লামা আহমদ শফী (রহ.) এর খলিফা মুফতি আব্দুল গনী আল গাজী (রহ.)। কর্মজীবনের প্রথম ভাগে তিনি পাকিস্তান ও আরববিশ্বে অতিবাহিত করেন। (৮) মাওলানা আবদুল হান্নান: ১৭ নভেম্বর ইন্তেকাল করেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শতবর্ষী দ্বিনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কলাকোপার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান (রহ.)। এ ছাড়া তিনি ছিলেন লক্ষ্মীপুর জেলা কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি। কর্মজীবনে তিনি দীর্ঘদিন হাদিসের পাঠদান করে আসছেন। (৯) মাওলানা মনসুরুল হাসান রায়পুরী: ২৩ নভেম্বর ইন্তেকাল করেন শায়খুল হাদিস ও রাজনীতিক মাওলানা মনসুরুল হাসান রায়পুরী (রহ.)। তিনি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সভাপতি। তার পিতা ছিলেন শায়খুল ইসলাম সাইয়েদ হোসাইন আহমদ মাদানি (রহ.) এর ঘনিষ্ঠ শিষ্য ও খলিফা। আর তিনি ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা ওবায়দুল হক (রহ.)-এর জামাতা। (১০) মাওলানা মোবারক করীম জওহর: ১ ডিসেম্বর ইন্তেকাল করেন বহু গ্রন্থ প্রণেতা ও বাংলায় পবিত্র কোরআনের অনুবাদক মাওলানা মোবারক করীম জওহর (রহ.)। তিনি পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা। তার অনূদিত কোরআনের বঙ্গানুবাদ একসময় ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল। SHARES ধর্ম বিষয়: উদ্দীপনারজীবনেসময়ের