প্রথম ম্যাচেই ঝড় তোলা অস্ট্রেলিয়ার বসিস্টো বিপিএলে এলেন যেভাবে

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

অস্ট্রেলিয়ান ক্রিকেটার উইলিয়াম বসিস্টো প্রথমবার বিপিএলে খেলতে এসেছেন। নামটা যেমন অপরিচিত, তেমনি টি-টোয়েন্টিতে তার অতীত পরিসংখ্যানও তেমন সুখকর নয়। আজ (মঙ্গলবার) খুলনা টাইগার্সের একাদশে সুযোগ পেয়েই চিটাগাং কিংসের বিপক্ষে করেছেন অপরাজিত ৭৫ রান। ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারের বিপিএলে আসার নেপথ্য ঘটনা জানা গেল ইমরুল কায়েসের কাছ থেকে।

খুলনার অভিজ্ঞ এই ক্রিকেটার জানালেন, বসিস্টোর বিপিএলে ডাক পাওয়ার পেছনে রয়েছে অজিদের টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শের হাত। এই তারকা অলরাউন্ডারের সুপারিশেই কায়েস বসিস্টোকে খুলনার স্কোয়াডে যুক্ত করার প্রক্রিয়া শুরু করেন। প্রথম ম্যাচেই অজি এই ব্যাটারকে দলে ভেড়ানোর পুরস্কার পেল খুলনা। ৫০ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থেকে দলকে ২০৩ রানের পুঁজি এনে দেন বসিস্টো।

বসিস্টোরকে নিয়ে সংবাদ সম্মেলনে খুলনার কোচ তালহা জুবায়ের বলেন, ‘ইমরুল কায়েসকে মিচেল মার্শ রেকমেন্ড করেছিল বসিস্টোর কথা। ইমরুল যখন আমাকে ওর ভিডিওটা পাঠায় এবং আমি ইউটিউবে তার আগের হাইলাইটস দেখেছি, সেটার সঙ্গে এখনকার ব্যাটিংয়ের কোনো মিলই নাই। ও অনেকদিন ক্রিকেটের বাইরে ছিল। ওর কিছু পার্সোনাল কারণে। ওইটা আমি একদমই ক্লিয়ার না।’