চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

তৃতীয়বারের মতো চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। শনিবার (৪ জানুয়ারি) সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অবস্থিত ডিসি পার্কে এ উৎসবের উদ্বোধন করেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। 

দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির এক লাখেরও বেশি ফুলের প্রদর্শনী রয়েছে এ উৎসবে। আছে ভাসমান ফুলের বাগান, দৃষ্টিনন্দন পানির ফোয়ারা এবং ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। দর্শনার্থীদের এবার উৎসব থেকে ফুল কিনে বাড়ি নিয়ে যাওয়ার সুযোগও রয়েছে।

এ ছাড়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি দর্শনার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আনন্দ উপভোগ করতে পারবেন।

ফুল উৎসবে আরও রয়েছে- বেহালার সুর, চলচ্চিত্র প্রদর্শনী, ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা, ঘুড়ি উৎসব, বইমেলা, পিঠা উৎসব এবং একটি বহুসাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠান। উৎসবে প্রবেশের জন্য এবার ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ২০ টাকা বেশি। টিকিট পার্ক কাউন্টার থেকে কেনার পাশাপাশি অনলাইনে সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে।

শহরের টাইগার পাস থেকে ডিসি পার্কে যাতায়াতের জন্য পর্যটক বাস ও শাটল বাস পরিষেবা চালু থাকবে।

ডিসি পার্ক ২০২৩ সালে ১৯৪ একর সরকারি (খাস) জমি দখলমুক্ত করার পর গড়ে তোলা হয়। একসময় এটি অবৈধ কার্যক্রমের কেন্দ্রস্থল ছিল। তবে পুনরুদ্ধারের পর এটি একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম ফুল উৎসবের আয়োজন করা হয়।