চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন সাকিব-তামিম?

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

আগামী মাসে হাইব্রিড পদ্ধতিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই আসরে বাংলাদেশের স্কোয়াডে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল থাকবেন কিনা এই নিয়ে চলছে আলোচনা। 

বিপিএলের একাদশ আসরে তামিম ইকবাল আগের দল ফরচুন বরিশালেই খেলছেন। গত ম্যাচে খেলেছেন ম্যাচ জেতানো ৮৬ রানের এক অনবদ্য ইনিংস। তবে সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না।

আগের সরকারের সংসদ সদস্য হওয়ায় সাকিবের পক্ষে দেশা ফেরা সম্ভব হচ্ছে না। হত্যা মামলাও হয়েছে তার নামে। জব্দ করা হয়েছে ব্যাংক হিসাবও। ভারতের মাটিতে টেস্ট সিরিজের পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এই সংস্করণ থেকে অবসর নিতে চেয়েছিলেন। দেশে আসার জন্য রওনা হয়েও সাকিবকে ফিরে যেতে হয়েছে দুবাই থেকে।

তবে দুইজনকে পাওয়া কিংবা না পাওয়া নিয়ে থেমে নেই আলোচনা। তবে দিনকয়েক আগে শহীদ আফ্রিদির ভ্লগে তামিমকে বলতে শোনা গেছে জাতীয় দলে তিনি আর ফিরছেন না।

বিসিবিকে তামিম সরাসরি কিছু না জানানোয় টিম ম্যানেজমেন্ট এখনও রয়েছেন তার আশায়। চলতি মাসের ১২ থেকে ১৫ জানুয়ারির মধ্যেই আইসিসিকে জানাতে হবে স্কোয়াড। যা পরবর্তীতে পরিবর্তন করার সুযোগ থাকবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

সূত্রের খবর অনুযায়ী, এসব নিয়ে নির্বাচকদের এখনো কিছুই জানায়নি বিসিবি। ক্রিকেট বোর্ড নিশ্চিত হওয়ার পরই দল ঘোষণা হবে। আইসিসির বেধে দেওয়া সময়ের মধ্যে দল পরিবর্তনের সুযোগ আছে। আর নির্বাচকরা সে সুযোগ নিয়েই দুই সিনিয়র ক্রিকেটারকে দলে চান বলে জানা গেছে।

এর আগে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, ‘সাকিবের এখনও অবসর হয়নি, তেমন কিছু হয়নি তার। ওর যা ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে সে মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, রাজনৈতিক জটিলতার বিষয়ে কি করা যায়। ওই ব্যাপারগুলোয় আমার সাহায্য করার কোনো ব্যাপার নেই। তার ফিটনেস–মানসিক শক্তি দেখে সিলেকশন কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবে।’