যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ঢাকায় প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। শনিবার (১১ জানুয়ারি) সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে জানিয়েছে, বাংলাদেশে তাদের নতুন অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। পোস্টে আরও লেখা হয়েছে, জ্যাকবসন কূটনীতিতে বিশাল অভিজ্ঞতাসম্পন্ন। তিনি তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে রাষ্ট্রদূত জ্যাকবসন নিষ্ঠা ও দূরদর্শিতার সঙ্গে ঢাকা মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। SHARES জাতীয় বিষয়: জ্যাকবসনট্রেসিযুক্তরাষ্ট্রের