দাপুটে জয়ে ধবলধোলাই এড়াল শ্রীলঙ্কা প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিতে ধবলধোলাই এড়িয়েছিল শ্রীলঙ্কা। একইভাবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতেও ধবলধোলাই এড়াল শ্রীলঙ্কা। সিরিজের শেষ ম্যাচে ১৪০ রানের দাপুটে জয় পেয়েছে লঙ্কানরা। আগের দুই ম্যাচ ৯ উইকেট ও ১১৩ রানের ব্যবধানে জিতে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে। শনিবার (১১ জানুয়ারি) অকল্যান্ডে ধবলধোলাই এড়ানোর ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ২৯০ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা। এই লক্ষ্য জবাবে দিতে নেমে ২৯.৪ ওভারে মাত্র ১৫০ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। ফলে কিউইরা ম্যাচ হেরেছে ১৪০ রানের বড় ব্যবধানে। শ্রীলঙ্কার হয়ে সিরিজের শেষ ম্যাচে সর্বোচ্চ ৬৬ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্ক, কুশল মেন্ডিস করেন ৫৪ রান, ৪৬ ও ৫৩ রান আসে কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগের ব্যাটে। কিউইদের হয়ে ৪ উইকেট নেন ম্যাট হেনরি। অন্যদিকে লংকানদের রান তাড়া করতে নেমে মার্ক চাপম্যান ৮১ রানের ইনিংস খেললেও বাকিরা সঙ্গ দিতে পারেনি তাকে। লংকানদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দে, মহেশ থিকসানা ও ইশান মালিঙ্গা। SHARES ক্রিকেট বিষয়: নিউজিল্যান্ডশ্রীলঙ্কাহেনরি