টি-টোয়েন্টি দিয়ে পেশাদার ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

গত জুলাইয়ে বিদায়ী টেস্টের পর খেলার মাঝে ছিলেন না জেমস অ্যান্ডারসন। অবশেষে পেশাদার ক্রিকেটে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন ইংলিশ এই পেসার। আর সেটা করছেন নিজের পুরোনো কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারে এক বছরের চুক্তির মেয়াদ বৃদ্ধি করে।

অ্যান্ডারসন পেশাদার ক্রিকেটে ফিরছেন টি-টোয়েন্টি দিয়ে- যে ফরম্যাটে এক দশকেরও বেশি সময় খেলেননি!  ৪২ বছর বয়সী পেসারকে পুরো কাউন্টি চ্যাম্পিয়নশিপ মৌসুম ও টি-টোয়েন্টি ব্লাস্টে পাওয়া যাবে।

নতুন চুক্তির পর নিজের অনুভূতির কথা টেইলএন্ডার্স পডকাস্টে জানিয়েছেন ইংল্যান্ডের শীর্ষ টেস্ট উইকেট শিকারি, ‘আমি খুব রোমাঞ্চ অনুভব করছি। এখনও নিজেকে ফিট মনে করছি, তরুণ মনে করছি। তাই খেলে যেতে চাই।’

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও অ্যান্ডারসন আগেও বলেছেন, খেলাটা চালিয়ে যেতে চান তিনি। সেই লক্ষ্যে ডিসেম্বরে আইপিএলে নিলামে নাম লিখিয়েছিলেন। দুর্ভাগ্য যে অবিক্রিত থেকেছেন তিনি। তার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে কেন্দ্রীয় চুক্তি সমাপ্তির পর ল্যাঙ্কাশায়ারে নতুন চুক্তি করেছেন। যেটি হতে যাচ্ছে এই কাউন্টিতে তার ২৪তম মৌসুম! ল্যাঙ্কাশায়ারে অ্যান্ডারসনের অভিষেক হয়েছে ২০০১ সালে।