প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫ প্যাট কামিন্স ও ডেন প্যাটারসনকে পেছনে ফেলে গত ডিসেম্বরের আইসিসি সেরা ক্রিকেটার হলেন জসপ্রীত বুমরা। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভারতের পেসার। ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে তিন টেস্টে খেলেন বুমরা। ১৪.২২ গড়ে বোলিং ছিল তার। অবশ্য তিন টেস্টের একটিতেও জিততে পারেনি ভারত। দুটি জেতে অস্ট্রেলিয়া, একটি হয় ড্র। এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাসসেরা হলেন বুমরা। প্রথমবারও ২০২৪ সালেরই জুন মাসে। মেয়েদের ক্যাটাগরিতে মাসসেরা হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। মাসসেরার লড়াইয়ে অস্ট্রেলিয়া ব্যাটার পেছনে ফেলেন ভারতের স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো এমলাবাকে। SHARES ক্রিকেট বিষয়: আইসিসিবুমরা