কেরানীগঞ্জে নকল বৈদ্যুতিক তারের কারখানায় বিএসটিআইয়ের অভিযান প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক তারের কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই। এসময় দুইজনকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) কেরানীগঞ্জের ইকুরিয়া টিলাবাড়ী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। জানা গেছে, এআরবি ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিআরবি ক্যাবলস, পলি ক্যাবলস, বিজলী ক্যাবলস, পারনিক ক্যাবলস এর সিল ব্যবহার করে নিম্নমানের ক্যাবল তৈরি করে আসছিল। এসময় কারখানার ম্যানেজার মোঃ শাহজালাল ও নিরাপত্তা প্রহরী মোহাম্মদ হোসেনকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা সহ কারখানা সিলগালা করেন।অভিযান পরিচালনায় সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ মাজাহারুল ইসলাম, ফিল্ড অফিসার সাফায়েত হোসেন ও আশিকুজ্জামান। SHARES জাতীয় বিষয়: অভিযানকারখানায়