খিলগাঁওয়ে মিনিসো’র শোরুম সিলগালা প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫ সারা দেশে অগ্নিনিরাপত্তা বাড়াতে রাজউক ও জেলা-উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিশেষ করে শীতকালে অগ্নিদুর্ঘটনা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায়, জানুয়ারি মাসে সারা দেশে মোট ৩৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সঠিক না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত ৪১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: পরিচালনাবাণিজ্যিকভ্রাম্যমাণ