খালি বাড়িতে ঢোকার সময় যেভাবে সালাম দেবেন

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

কোনো বাড়িতে যদি কেউ না থাকে, বাড়িটি জনমানবশূন্য হয়, তাহলেও ওই বাড়িতে প্রবেশ করার সময় ‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন’ বলে সালাম দেওয়া মুস্তাহাব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,

فَاِذَا دَخَلۡتُمۡ بُیُوۡتًا فَسَلِّمُوۡا عَلٰۤی اَنۡفُسِكُمۡ تَحِیَّۃً مِّنۡ عِنۡدِ اللّٰهِ مُبٰرَكَۃً طَیِّبَۃً
তবে তোমরা যখন কোন ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজদের প্রতি সালাম করবে, আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদনস্বরূপ। (সুরা নুর: ৬১)

এ আয়াতে আল্লাহ তাআলা কোনো বাড়িতে প্রবেশ করার সময় নিজেদের সালাম দিতে বলেছেন। এ থেকে অনেক আলেমরা বলেন, এর অর্থ হলো, বাড়িতে মানুষ থাকলে যেমন তাদের সালাম দিতে হবে, বাড়ি খালি থাকলেও সালাম দেওয়া উচিত।

ইমাম নববি (রহ.) বলেন, বাড়িতে প্রবেশের সময় ‘বিসমিল্লাহ’ বলা এবং আল্লাহর জিকির বেশি করা মুস্তাহাব। একইসঙ্গে সালামও দেওয়া উচিত বাড়িতে মানুষ থাকুক বা না থাকুক। কারণ আল্লাহ তাআলা বলেন, ‘যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করো, নিজেদের প্রতি সালাম জানাও। এটি আল্লাহর পক্ষ থেকে এক বরকতময় ও পবিত্র অভ্যর্থনা’। (আল-আযকার: ৪৯)

হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, কোনো জায়গায় কেউ না থাকলেও সেখানে প্রবেশ করে সালাম দেওয়া সালামের প্রসার ঘটানোর নির্দেশনার অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ‘যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করো, নিজেদের প্রতি সালাম জানাও’।

ইমাম কুরতুবি (রহ.) বলেন, কোনো ঘরে যদি মুসলমান বাসিন্দা থাকে, তাহলে সেখানে প্রবেশের সময় বলবে,

السلام عليكم ورحمة الله وبركاته
উচ্চারণ: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

অর্থ: আপনার ওপর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।