কুষ্টিয়ায় জিকে সেচ প্রকল্পের নাজুক অবস্থা, ক্ষতিগ্রস্ত কৃষক

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা-কপোতাক্ষ বা জিকে প্রকল্পের অবস্থা নাজুক। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা পাড়ে স্থাপিত এ প্রকল্প থেকে এক সময় চার জেলার কৃষক পানি পেলেও, বর্তমানে দু’টি জেলাতেই সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। বছর খানেক আগে দু’টি পাম্প নষ্ট হয়ে পড়ায় ও পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় হুমকির মুখে ফসল উৎপাদন ও পরিবেশ।

জিকে সেচ প্রকল্প চালু হয় ষাটের দশকে। শুরুতে পানি সরবরাহ করা হতো— কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলার কৃষি জমিতে। তবে ভারতে ফারাক্কা বাঁধের ফলে পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ায়, সেচ সুবিধা নেমে আসে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মাত্র ৩৫ থেকে ৪০ হাজার হেক্টর জমিতে। বছরখানেক ধরে প্রকল্পের দুটি পাম্পও নষ্ট। ফলে, চলতি বোরো মৌসুমে সেচ সরবরাহ নিয়ে আবারও দেখা দিয়েছে শঙ্কা।

এ প্রকল্পের আওতায় কৃষকরা বিঘাপ্রতি মাত্র ২৮০ টাকায় বছরজুড়ে সেচ সুবিধা পেলেও, এখন অধিকাংশই বঞ্চিত হচ্ছে। ফলে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তা কাটছে না কৃষকদের।

তবে সংকট সমাধানে বিভিন্ন পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।