ঢাকাকে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে খুলনা প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫ রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো খুলনা টাইগার্স। ঢাকার দেয়া ১২৪ রানের টার্গেট ৪ উইকেট খুইয়ে ১৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় মেহেদী মিরাজের দল। আজ শনিবার টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা ক্যাপিটালস বড় স্কোর করতে পারেনি। খুলনার আটোসাঁটো বোলিংয়ে ৯ উইকেটে ১২৩ রান জমায় তারা স্কোরবোর্ডে। ৩৭ বলে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান। এ ছাড়া সাব্বির রহমান ২০ ও মেহেদী রানা করেন ১৩ রান। খুলনার ৭ বোলার ভাগাভাগি করে নিয়েছেন ৯টি উইকেট। রান তাড়ায় খুলনার ব্যাটারদের বড় চ্যালেঞ্জটা জানান মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম দুই ওভারেই নাঈম শেখ ও আফিফ হোসেনকে শূন্য রানে বিদায় করেন বাঁহাতি পেসার। পরে যখন উইলিয়াম বোসিস্টোকে তুলে নেন মোস্তাফিজ, জয় থেকে মাত্র ৪ রান দূরে খুলনা। খুলনাকে প্লে-অফে তোলার নায়ক আসলে অধিনায়ক মিরাজই। ওপেনিংয়ে নেমে ৫৫ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি। SHARES ক্রিকেট বিষয়: ক্যাপিটালসকেচতুর্থ