দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল লড়বে চিটাগং-খুলনা প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫ বিপিএলে আজ মঙ্গড়লবার বিরতি। দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় লড়বে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। প্রথম কোয়ালিফায়ারে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সামনে পাত্তাই পায়নি চিটাগং কিংস। বড় জয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বরিশাল। টানা দ্বিতীয় শিরোপার সামনে তারা, ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে এখন সেটি নিয়েই চলছে আলোচনা। প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাচ্ছে চিটাগং কিংস। ভুল শুধরে নিয়ে সেটিকে কাজে লাগাতে চাইবে তারা। এদিকে, এলিমিনেটরে রংপুরকে উড়িয়ে দিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে খুলনা। প্লে-অফের আগে দুই ক্যারিবিয়ান তারকাকে উড়িয়ে এনেছে তারা। যদিও এলিমিনেটরে তাদের অবদান রাখার আগেই ম্যাচ জিতে নেয় খুলনা। তবে কোয়ালিফায়ারে সতর্ক থাকতে হবে খুলনাকে। কেননা জয়ের জন্য নামবে চিটাগংও। SHARES ক্রিকেট বিষয়: চিটাগংবরিশালেরমঙ্গড়লবার