ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট সফর নিয়ে প্রবাসীদের প্রত্যাশা প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫ দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ১২তম আসরে এবার যোগ দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভিসা জটিলতা নিরসনসহ বাণিজ্য সম্প্রসারণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এবারের আসরে অংশ নেয়ার কথা রয়েছে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের। এ তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। এর আগে বেশ কয়েকবার সংযুক্ত আরব আমিরাত সফর করলেও প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর দেশটিতে এটিই তার প্রথম সফর। এমন খবরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, দু’দেশের আমদানি, রপ্তানি আরো বৃদ্ধির পাশাপাশি এই সফর বাণিজ্যিক খাতে বড় ভূমিকা রাখবে। প্রবাসীরা বলেন, আরব আমিরাত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। শ্রমবাজার উন্মুক্ত করে দক্ষ শ্রমিকদের কাজের সুযোগ তৈরি করে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। পাশাপাশি ভিসা জটিলতা নিরসনে প্রধান উপদেষ্টার কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তারা। বিশ্বের সরকার প্রধানদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসা এই সম্মেলনের মূল লক্ষ্য। বিশ্ব নেতারা প্রযুক্তি, স্বাস্থ্য, মিডিয়া, বিমান চলাচল, পরিবহণ ও পর্যটনসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক খাতের উপর আলোচনা করবেন সম্মেলনে। ৮০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা, ১৪০টি সরকারি প্রতিনিধিদল ছাড়াও ৬ হাজারের বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন এবারের সামিটে। SHARES জাতীয় বিষয়: দুবাইয়েবাংলাদেশের