শাকিবের তাণ্ডব সিনেমার নায়িকা কে? প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ গত বছর ঢালিউডজুড়ে যেন বয়ে যায় ‘উরাধুরা’ ঝড়; প্রেক্ষাগৃহগুলো মুখরিত হয়ে ওঠে ‘দুষ্টু কোকিল’ এর ডাকে! বলা বাহুল্য, সে বছরে সবচেয়ে আলোচিত সিনেমা ছিল মেগাস্টার শাকিব খানের ছবি তুফান। ওপার বাংলার মিমি চক্রবর্তীর সঙ্গে মেগাস্টারের জুটি বাঁধিয়ে রীতিমতো ধামাকা দেন পরিচালক রায়হান রাফী। কিন্তু তাতে দর্শকেরা যেন সন্তুষ্ট ছিলেন না! এরপর পরিচালক ইঙ্গিত দেন, শাকিব খানকে নিয়ে আবারও পর্দায় ফিরবেন রাফী। আর তাতেই শুরু হয় ‘তুফান’ এর সিক্যুয়েল নিয়ে চর্চা। আদতে ‘তুফান টু’ নিয়ে না ভাবলেও পরিচালক ঘোষণা দেন, শাকিবকে নিয়ে ‘তাণ্ডব’ আনছেন তিনি, আর তা চলতি বছরেই! এবার শাকিব-রায়হানের ‘তাণ্ডব’ ছবির নায়িকা নিয়ে সৃষ্টি হয়েছে নানান জল্পনা! অর্থাৎ, কে হচ্ছেন শাকিবের নতুন নায়িকা, তা নিয়ে আলোচনা চলছে নেটিজেনদের মাঝে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা শোনা গেলেও আদতে শাকিবের নায়িকা কে হবেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সিনেমা বোদ্ধারা এবার শাকিবের বিপরীতে একেবারেই নতুন কাউকে চাইছেন। কারও পছন্দ ছোট পর্দার তানজিন তিশাকে, আবার কারও পছন্দ সাবিলা নূরকে! SHARES বিনোদন বিষয়: ঢালিউডজুড়েপর্দায়বাংলার