নাহিদ রানার দিকে তাকিয়ে বাংলাদেশ! প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ গত কয়েক বছর ধরেই বাংলাদেশের বোলিং আক্রমণে পেসারদের দাপট। একটা সময় শুধু স্পিনারদের ওপর নির্ভর করতে হলেও এখন তারাই ম্যাচ জেতাচ্ছেন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবের সঙ্গে তরুণ সেনসেশন নাহিদ রানা আছেন পেস আক্রমণের নেতৃত্বে। তবে অন্য তিন পেসারকে ছাপিয়ে সব আলো যেন নাহিদের দিকে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই পেসারের ঝলক দেখতে মুখিয়ে তিনি। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন নাহিদ। তার গতিময় বোলিংয়ে খাবি খেতে হচ্ছে ব্যাটারদের। বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বিদেশি গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তরুণ এই পেসার। বাংলাদেশের পেস আক্রমণ এবং নাহিদকে নিয়ে শান্তকে বারবার একই প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল। তবে শান্তর উত্তর ছিল স্পষ্ট- বাংলাদেশের পেস বিভাগ নিয়ে কোনও শঙ্কা নেই, বরং আত্মবিশ্বাসই বেশি। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমাদের পেস আক্রমণ এখন অনেক উন্নত। একসময় আমরা পেস বোলিং নিয়ে ভুগেছি, কিন্তু এখন মানসম্পন্ন পেসার উঠে আসছে। তাসকিন ও নাহিদের মতো গতিময় বোলাররা অধিনায়ক হিসেবে আমাকে দারুণ সুবিধা দিচ্ছে। আমি চাই তারা নিজেদের গতি ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দলকে সহায়তা করুক। রাতের আলোয় বল সুইং করবে, তাই যদি তারা ভালো লাইন-লেংথ ধরে রাখতে পারে, তবে দল উপকৃত হবে।’ নাহিদকে প্রশংসায় ভাসিয়ে শান্ত বলেছেন, ‘নাহিদ সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত বোলিং করছে। যখন সে গতিতে আক্রমণ করে, তখন পুরো বোলিং বিভাগ উজ্জীবিত হয়। এটা আমাদের দারুণ অনুপ্রেরণা দেয়, প্রতিপক্ষকে কীভাবে চ্যালেঞ্জ জানানো যায়। আমি চাই, সে ফিট থাকুক ও ধারাবাহিক পারফর্ম করুক। ভারতের বিপক্ষে সে আগেও খেলেছে, শান্ত আছে, নিজের কাজটা ঠিকঠাক করার চেষ্টা করছে। আশা করি, আগামীকাল (বৃহস্পতিবার) সুযোগ পেলে দলে বড় অবদান রাখবে।’ SHARES ক্রিকেট বিষয়: পেসারদেরস্পিনারদের