ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য, কামিন্সের পাল্টা এক্সবার্তা

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

ইনজুরির থাবায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। আইসিসির এই টুর্নামেন্টের মাঝপথে তার একটি মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে। ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি অন্যায়ভাবে ভারতকে সুবিধা দিচ্ছে’ বলে অভিযোগ করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

যদিও অস্ট্রেলিয়ার যে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কামিন্সের মন্তব্যটি ছড়িয়ে পড়েছে, তাদের নিশানা করে অজি অধিনায়ক পাল্টা তোপ দাগলেন, ‘আমি স্পষ্টত এমন কিছু বলিনি’।