বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-আফগানিস্তান প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ দুটি করে ম্যাচ শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত হয়ে গেছে। শেষ চারে পৌঁছে গেছে ভারত ও নিউজিল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই ছিটকে গেছে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। অন্যদিকে, গ্রুপ ‘বি’ এ কিছুটা সমীকরণের খেলা চলছে। নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় কিছুটা চাপে আছে আফগানিস্তান ও ইংল্যান্ড। আজ দুই দলের মুখোমুখি লড়াই কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি। ‘বি’ গ্রুপ থেকে সেমিতে ওঠার দৌড়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর দুই দলের মুখোমুখি লড়াই গতকাল বৃষ্টির কারণে ভেস্তে গেছে। যে কারণে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। নেট রানরেটের হিসাবে বি গ্রুপে প্রোটিয়ারা শীর্ষে রয়েছে, দুইয়ে অবস্থান অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া কাছে ৫ উইকেটে হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে হারের দুঃখ ভুলে টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্য ইংল্যান্ডের। অধিনায়ক জস বাটলার বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের বোলিং ভালো হয়নি। বোলারদের আরও উন্নতি করতে হবে এবং মাঠে সেরা পারফরমেন্স করতে হবে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে আমাদের সতর্ক থাকতে হবে। যেকোন দিন যেকোন দলকে হারানোর সামর্থ্য তাদের আছে।’ ব্যাটার-বোলারদের ব্যর্থতায় নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানের বড় ব্যবধানে হার মানে আফগানিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন রহমত, ‘টুর্নামেন্টে ভালভাবে টিকে থাকার জন্য এ ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। বড় দলের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। পারফরমেন্সে ইংল্যান্ডের চেয়ে তিন বিভাগেই এগিয়ে থাকতে হবে।’ SHARES ক্রিকেট বিষয়: নিউজিল্যান্ডপাকিস্তানম্যাচে