রমজানের শুরুতে দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান। শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রবিবার থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে। রমজান মাসের শুরুতে দেশের দুই বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২ মার্চ) সংস্থাটির দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরের ২৪ ঘণ্টাও এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামন্য কমার সম্ভবনা রয়েছে। এছাড়া আগামী পাঁচ দিন দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।