নারী নির্যাতন বন্ধে আইনের যথাযথ প্রয়োগ জরুরি প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫ রংপুর জেলা প্রশাসন ও উপপরিচালকের কার্যালয়, মহিলাবিষয়ক অধিদপ্তর, রংপুর-এর উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। প্রধান অতিথির বক্তৃতায় রংপুরের বিভাগীয় কমিশনার বলেন, নারীরা চিরকালই সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে নারীরাও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।বাংলাদেশে নারীর অবদান প্রসঙ্গ তিনি বলেন, এ দেশের অর্থনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের তৈরি পোশাক শিল্প থেকে সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। আর এই তৈরি পোশাক শিল্পে নারীদের ভূমিকা অপরিসীম। শুধু তৈরি শিল্প খাতেই নয়, অন্যান্য খাতেও নারীর অংশগ্রহণ ব্যাপক এবং তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ প্রয়োজন। এজন্য সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সমাজে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা ধরনের প্রশিক্ষণ প্রদান করছে।নারী ক্ষমতায়ন প্রসঙ্গে শহিদুল ইসলাম বলেন, নারীর ক্ষমতায়নে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত নারী সমাজে বিভিন্ন সমস্যা সমাধানের মধ্য দিয়ে নিজেদের জীবন নির্ধারণমূলক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পায়। নারী ক্ষমতায়ন নারীর নিজস্ব মূল্যবোধকে বিকাশিত করতে সাহায্য করে। নারীর সুপ্ত প্রতিভাকে বিকশিত করলে দেশের আর্থসামাজিক অবস্থা উন্নত হবে। SHARES জাতীয় বিষয়: ক্ষমতায়ননারী