শখ থেকে নেশা, ক্যালিগ্রাফিতে তৌহিদের আয় লাখ টাকা প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫ দেয়ালে দেয়ালে ক্যালিগ্রাফি। কেউ সেসব ক্যালিগ্রাফি ছুয়ে দেখছেন, আবার কেউ ক্যালিগ্রাফির সঙ্গে ছবি ছবি তুলছেন। ফেসবুকে ছবি দেখে ক্যালিগ্রাফি তৈরির শখ হয় নোয়াখালীর মো. তৌহিদ ওসমান অনুর। তারপর শিখে নিয়ে করেছেন বাজিমাত। ইসলামিক ক্যালিগ্রাফি তৈরি করে বর্তমানে তার মাসিক আয় প্রায় লাখ টাকা। মো. তৌহিদ ওসমান অনু নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। পড়াশোনা করছেন নোয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। জানা যায়, জুলাই বিপ্লবের পর ব্যস্ত সময় পার করছেন তৌহিদ ওসমান অনু। বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে তৌহিদের ক্যালিগ্রাফি। তৌহিদ ইসলামি ক্যালিগ্রাফি আর্টের পাশাপাশি অনলাইন ও অফলাইনে কাজ করে আয় করছেন। বিভিন্ন সূরা আরবিতে ক্যালিগ্রাফি করে অনলাইন বিজনেসের মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায়। অবসর সময়ে আরবি ক্যালিগ্রাফি করে বেশ প্রশংসা অর্জন করেছেন তিনি। তৌহিদের এমন সাফল্যে খুশি তার সহপাঠী ও শিক্ষকরা। গ্র্যাফিতি আগেও ছিল তবে জুলাই বিপ্লবের পর নতুন মাত্রা পায়। ছোটবেলা থেকেই আর্টের প্রতি আকর্ষণ ছিল। ক্যালিগ্রাফি নিয়ে আমার জার্নি প্রায় চার বছরের। আমি ফেসবুকে ছবি দেখে আগ্রহী হই। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উসামা ভাইয়ের কাছে এবং এশিয়াটিক সোসাইটিতে কোর্স করি। এক মাসে আমার সর্বোচ্চ লাখ টাকা আয় হয়েছে। কেউ যদি একনিষ্ঠভাবে কাজ করে প্রতি মাসে এক লাখ টাকা আয় করা সম্ভব। দিন দিন ইসলামিক ক্যালিগ্রাফির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। SHARES অন্যান্য বিষয়: আকর্ষণক্যালিগ্রাফি