বাংলাদেশের তিনশ পার, চট্টগ্রামে খেলছে বৃষ্টি প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫ বন্দরনগরীর আকাশে মেঘ ছিল দুদিন ধরেই। তবে বৃষ্টি নামেনি। আজ সেটাই হলো। চট্টগ্রাম শহরকে স্বস্তি দিতে শুরু হলো বৃষ্টি। তাতে অবশ্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্টের খেলায় এসেছে বাধা। দিনের মোটে ১৬ বল খেলার পরেই উঠে যেতে হয়েছে দুই দলের ক্রিকেটারদের। তার আগে অবশ্য বাংলাদেশ পেরিয়েছে দলীয় ৩০০ রান। ২৯৪ রানে ৭ উইকেট থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। বৃষ্টিতে খেলা থামার আগ পর্যন্ত স্কোরবোর্ডে জমা হয়েছে ৯ রান। ৩০৩ রানে ৭ উইকেট নিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ। তাইজুলের রান ১১। মিরাজ অপরজিত ২১ রানে। SHARES ক্রিকেট বিষয়: জমাস্কোরবোর্ডে