চেন্নাইয়ের কাছে হার, তবুও যেভাবে প্লে অফে যেতে পারে কলকাতা প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৫ পয়েন্ট টেবিলে নিজেদের উন্নতি করার সুযোগ থেকে বঞ্চিত হলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে চলতি মৌসুমে সবচেয়ে বাজে সময় কাটানো চেন্নাই সুপার কিংসের কাছে হেরেই গেল দলটি। টান টান ম্যাচে ঘরের মাঠে মহেন্দ্র সিংহ ধোনিদের কাছে ২ উইকেটে হেরেছে তারা। কিন্তু এই হারের পরও প্ল অফ থেকে ছিটকে যায়নি কলকাতা। এখনও সুযোগ রয়েছে তাদের। বর্তমানে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে কেকেআর। ১২ ম্যাচে ১১ পয়েন্ট তাদের। নেট রানরেট ০.১৯৩। পাঁচ নম্বরে দিল্লি ক্যাপিটালস খেলেছে ১১ ম্যাচ। তাদের পয়েন্ট ১৩। চার নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচ খেলে হার্দিক পান্ডিয়াদের পয়েন্ট ১৪। কলকাতার এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। যেখানে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে তারা। দু’টিই কেকেআরের অ্যাওয়ে ম্যাচ। সেই দু’টি ম্যাচ জিতলে ১৫ পয়েন্টে শেষ করবে কেকেআর। তার পর তাদের তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির খেলার দিকে। তবে একটি ম্যাচে পয়েন্ট নষ্ট করলেই প্লে-অফের অঙ্ক শেষ হয়ে যাবে। এদিকে আইপিএলের পয়েন্ট তালিকায় প্রথম দুই দল গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের পয়েন্ট ইতিমধ্যেই ১৬। অর্থাৎ তাদের টপকানো কেকেআরের পক্ষে সম্ভব নয়। তিন নম্বরে থাকা পাঞ্জাবের পয়েন্ট ১৫। তাদের এখনও তিন ম্যাচ বাকি। অর্থাৎ, তাদের টপকানোও মুশকিল। বাকি থাকল মুম্বাই ও দিল্লি। একমাত্র এই দুই দলের থেকেই বেশি পয়েন্ট হতে পারে কলকাতার। মুম্বাইয়ের বাকি রয়েছে দুই ম্যাচ। পাঞ্জাব ও দিল্লির বিপক্ষে। দিল্লির বাকি তিনটি ম্যাচ। পাঞ্জাব, গুজরাট ও মুম্বাইয়ের বিপক্ষে। মুম্বাই যদি আর একটি ম্যাচ জেতে তা হলেই কেকেআরের প্লে-অফের আশা শেষ। অর্থাৎ, তাদের বাকি দুই ম্যাচ হারতে হবে। সে ক্ষেত্রে দিল্লির কাছেও হারবে মুম্বাই। দিল্লিকে আবার তাদের বাকি দু’টি ম্যাচ হারতে হবে। তা হলে মুম্বাইয়ের পয়েন্ট হবে ১৪। দিল্লির পয়েন্ট হবে ১৫। সে ক্ষেত্রে কেকেআরের নেট রানরেট বেশি থাকলে দিল্লিকে টপকে প্লে-অফে যাবে তারা। SHARES ক্রিকেট বিষয়: ক্যাপিটালসদিল্লিমৌসুমে