চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মে ১০, ২০২৫ চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (১০ মে) বেলা ৩টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ২৩ শতাংশ। এর আগে, গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘‘গত কয়েক দিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এখন সেটি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আজকের তাপমাত্রা মৌসুমের সর্বোচ্চ।’’ SHARES জাতীয় বিষয়: রেকর্ডসেলসিয়াস