‘দেশের খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক’

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫

দেশের খাদ্য মজুত পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে দাবি করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেছেন, ‘‘আজকের দিনে খাদ্য মজুত আছে ১৫ লক্ষ টন। যা গত বছরের চেয়ে তিন লক্ষ টন বেশি। আমরা সন্তোষজনক অবস্থানে কখনো ঠিক থাকতে পারি না। কারণ এটা ক্রমাগত খরচ হচ্ছে, আবার যোগ হচ্ছে।’’

বুধবার (২৮ মে) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুত ও বিতরণ নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম বলেন, ‘‘আমাদের দরকার পড়লে বিদেশ থেকে আমদানি করি। গত বছর বেশি আমদানি করতে হয়েছে। এবার বোরো আবাদ যেমন হয়েছে, আমনও যদি ভালো হয়; তাহলে বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।’’

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক ও জেলা খাদ্য কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।