আঙুলের চোটে উইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন ওভারটন প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫ জেমি ওভারটনের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হয়ে গেলো এক ম্যাচ খেলে। বৃহস্পতিবার এজবাস্টনে প্রথম ওয়ানডে খেলতে নেমে ইংল্যান্ড পেসারের ডানহাতের কনিষ্ঠা ভেঙে গেছে। ৩১ বছর বয়সী ওভারটন দ্বিতীয় বল করার পর চোট পান। কিসি কার্টির ফিরতি শট তার আঙুলে আঘাত করে। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য মাঠের বাইরে নেওয়া হয়। ওভারটনের ওভার শেষ করেন জ্যাকব বেথেল। যদিও ইনিংসের শেষ দিকে মাঠে নেমেছিলেন এই পেসার। চোট নিয়েও বোলিংয়ে ইংল্যান্ডের সেরা ফিগার তার, ৫.২ ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট নেন ওভারটন। শুরুতে ধারণা করা হয়েছিল, আঙুলের হাড় সরে গেছে। কিন্তু পরে তাতে চিড় ধরা পড়েছে। এখন ইংল্যান্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে তার পুনর্বাসন চলবে। ওয়ানডে স্কোয়াডে ওভারটনের স্থলাভিষিক্ত ঘোষণা করা হয়নি। রিজার্ভে থাকা বাঁহাতি সিমার ম্যাথু পটস ও লুক উড তার শূন্যস্থান পূরণের দৌড়ে আছেন। বিবেচনায় রাখা হয়েছে বাঁহাতি স্পিনার টম হার্টলিকে। আগামীকাল রবিবার কার্ডিফে হবে তিন ওয়ানডের দ্বিতীয় ম্যাচটি। মঙ্গলবার কিয়া ওভালে হবে শেষ ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে শুক্রবার চেস্টার লি স্ট্রিটে। SHARES ক্রিকেট বিষয়: ইংল্যান্ডবোলিংয়ে