৪৯ বলে ১০৬, বাবা-মায়ের সামনে ম্যাক্সওয়েলের বিশ্বরেকর্ড প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫ বেশি বেশি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন, তাই আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া দলের চাপ না থাকায় বর্তমানে খেলছেন আমেরিকার চলমান মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। সেখানে ৪৯ বলে ১০৬ রানের এক আগ্রাসী ইনিংস খেলেছেন তিনি। ম্যাক্সওয়েল বিধ্বংসী এই ইনিংস খেলার পথে ছক্কা হাঁকিয়েছেন ১৩টি। তার দাপটেই ওয়াশিংটন ফ্রিডম ১১৩ রানে হারিয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে। দারুণ এই দিনে একটি বিশ্বরেকর্ডই গড়া হয়ে গেছে তার। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার ৫০০ রান হয়ে গেছে ম্যাক্সওয়েলের। তিনিই প্রথম ক্রিকেটার, যার টি-টোয়েন্টিতে সাড়ে দশ হাজার রান, ১৭০-এর বেশি উইকেট এবং একাধিক শতরান আছে। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কিরন পোলার্ড আর পাকিস্তানের শোয়েব মালিকেরও দশ হাজারের বেশি রান এবং ১৫০’র বেশি উইকেট রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে পোলার্ড ১৩ হাজার ৫৯৯ রান করার পাশাপাশি ৩২৬ উইকেট পেয়েছেন। তার শতরান রয়েছে একটি। অন্যদিকে, শোয়েবের ১৩ হাজার ৫৭১ রান এবং ১৮৭টি উইকেট রয়েছে। এদিন ম্যাক্সওয়েলের খেলা দেখতে এসেছিলেন তার বাবা-মা। তাদের সামনে এই ইনিংস খেলতে পেরে উচ্ছ্বসিত অসি ক্রিকেটার। বলেছেন, ‘অন্য রকম পরিস্থিতিতে অন্য রকম ব্যাটিং করতে হয়েছে। ধীরে শুরু করেছিলাম। সময় নেওয়ার পর শট খেলতে শুরু করি। তারা (বাবা-মা) খুব রান করতে দেখেন না আমাকে। তাই আজ রান করতে পেরে ভালো লাগছে।’ SHARES ক্রিকেট বিষয়: অস্ট্রেলিয়াঅ্যাঞ্জেলেস