বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২২তম

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৫

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের (IQAir) সোমবার (২৩ জুন) সকাল ১০টার আপডেট অনুযায়ী, ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ২২তম অবস্থানে রয়েছে।

ঢাকার বায়ুমানের সূচক (AQI) স্কোর ছিল ৭৫, যা “মধ্যম মানের দূষণ” বা মডারেট হিসেবে বিবেচিত হয়। এই মাত্রায় বাতাসের গুণমান গ্রহণযোগ্য থাকলেও কিছু সংবেদনশীল গোষ্ঠীর জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার AQI স্কোর ছিল ১৬৪, যা “অস্বাস্থ্যকর” হিসেবে ধরা হয়। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে কঙ্গোর কিনশাসা (১৫৮) এবং ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৭)।

ঢাকা ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু শহর যেমন দিল্লি, করাচি, বেইজিং, কুয়ালালামপুর ইত্যাদি শহরও তালিকায় রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গরমকাল ও নিম্নচাপের প্রভাবে বায়ুদূষণের মাত্রা ওঠানামা করছে। নাগরিকদের সচেতনভাবে পরিবেশবান্ধব আচরণ ও মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।